Rape in Assam

সন্তানদের সামনে মহিলাকে ধর্ষণ অসমে! অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, অবস্থা সঙ্কটজনক

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগে মহিলার সঙ্গে প্রতিবেশী ওই যুবকের কোনও একটি বিষয় নিয়ে গন্ডগোল হয়েছিল। তার জেরে মহিলা ওই যুবককে সতর্ক করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১১:০১
Share:

ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। প্রতীকী ছবি।

জোর করে ঘরে ঢুকে মহিলাকে তাঁর দুই সন্তানের সামনেই ধর্ষণ করলেন প্রতিবেশী এক যুবক। তার পর তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে অসমের কাছাড়ে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে মহিলার। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাটি ২২ জানুয়ারির। বুধবার প্রকাশ্যে এসেছে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক দিন আগে মহিলার সঙ্গে প্রতিবেশী ওই যুবকের কোনও একটি বিষয় নিয়ে গন্ডগোল হয়েছিল। তার জেরে মহিলা ওই যুবককে সতর্ক করেছিলেন। মহিলার স্বামী পেশায় গাড়িচালক। অভিযোগ, তাঁর স্বামী কাজে যাওয়ার পর ওই যুবক মহিলার বাড়িতে ঢোকেন। তার কাছে ফোন নম্বর চান। কিন্তু মহিলা না দিতে চাওয়ায় তাঁকে শাসিয়ে চলে যান। পর দিন আবার আসেন ওই যুবক। জোর করে ঘরে ঢোকেন। মহিলা বাধা দিতে গেলে তাঁকে মারধর করেন।

সেই সময় মহিলার দুই ছোট ছোট সন্তান ঘরেই ছিল। অভিযোগ, তাঁদের সামনেই মহিলাকে ধর্ষণ করেন যুবক। তার পর মহিলার গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যান। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, কাজ থেকে ফিরে তিনি দেখেন স্ত্রীর হাত-পা বাঁধা। মুখ কাপড় গোঁজা। ঘরের এক কোণে তাঁদের দুই সন্তান ভয়ে সিঁটিয়ে রয়েছে। তাঁকে দেখেই চিৎকার করে কেঁদে ওঠে দুই খুদে। স্ত্রীকে ওই ভাবে পড়ে থাকতে দেখে তিনি ঘাবড়ে যান। তড়িঘড়ি মহিলাকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী। অভিযুক্তের বিরুদ্ধে এলাকার মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল আগেও। এমনই দাবি নির্যাতিতার স্বামীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement