Delhi Crime

দিল্লির ব্যস্ত রাস্তায় তরুণীকে পর পর কোপ! নিজের বুকেও ছুরি যুবকের, ধরা পড়ল সিসিটিভিতে

দক্ষিণ-পশ্চিম দিল্লির ব্যস্ত রাস্তায় তরুণীকে ছুরির কোপ মারেন যুবক। এলোপাথাড়ি ছুরি চালান তিনি। তার পর নিজেকেও আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় দু’জনেই হাসপাতালে ভর্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৪:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির ব্যস্ত রাস্তায় ১৯ বছরের তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা। তরুণীর এক বন্ধু তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরি মারেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী যুবক নিজেকেও ওই ছুরি দিয়ে আঘাত করেন। তরুণীর সঙ্গে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। যুবককে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁর কীর্তি এলাকার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ এলাকার ঘটনা। রবিবার রাতে সেখানেই আক্রান্ত হন তরুণী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা ওই তরুণীর দিকে ছুরি নিয়ে তেড়ে যান যুবক। এলোপাথাড়ি কোপ মারেন। তরুণীর গলা এবং পেটে ছুরির আঘাত লেগেছে। তার পর যুবক নিজের দেহেও ছুরি চালিয়ে দেন। রক্তে ভেসে যায় গোটা এলাকা। ব্যস্ত রাস্তার মাঝে এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কী ভাবে তরুণীকে আক্রমণ করেছেন যুবক। রাস্তার ডিভাইডারের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দু’জন। ৪৫ সেকেন্ডের তেমন একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, ঘটনাস্থলে অনেকে জড়ো হয়েছেন। যুগলকে ঘিরে দাঁড়িয়ে আছেন তাঁরা (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

পুলিশ জানিয়েছে, আহত তরুণীর বয়স ১৯। আক্রমণকারী যুবকের বয়স ২০। গত প্রায় এক বছর ধরে তাঁরা একে অপরের পরিচিত। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের ঝামেলা হয়। তার জেরেই এই আক্রমণ। কী নিয়ে অশান্তি হয়েছিল, কোন আক্রোশ থেকে যুবক তরুণীকে খুনের চেষ্টা করলেন, তিনি নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দিল্লি ক্যান্টনমেন্ট থানা এই ঘটনার তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement