প্রতীকী ছবি।
দাবি পূরণ করতে পারেনি শ্বশুরবাড়ি। আর সেই রাগেই স্ত্রীকে মারধরের পর যৌনাঙ্গে ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনায় মহিলার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সঙ্গীতা। দশ বছর আগে আলিগড়ের বানুপুরার বাসিন্দা বান্টি কুমারের সঙ্গে। তাঁদের দুই সন্তানও রয়েছে। সঙ্গীতার সূত্রে খবর, বিয়ের এক বছর পর বান্টি একটি মোটরবাইক, একটি মোষ যৌতুক হিসাবে দাবি করেছিলেন। কিন্তু সেই সময় বান্টির সেই দাবি পূরণ করার মতো আর্থিক সামর্থ ছিল না সঙ্গীতার পরিবারের। তবে কথা দিয়েছিলেন, টাকা জোগাড় করে জামাইয়ের দাবি পূরণ করবেন।
সঙ্গীতার পরিবারের অভিযোগ, সময়মতো মোটরবাইক আর মোষ দিতে না পারায় তাঁদের কন্যার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বান্টি এবং তাঁর পরিবারের সদস্যেরা। সঙ্গীতাকে নিত্য দিন মারধর করা হত বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি চরমে ওঠে। তখন বান্টি এবং তাঁর দুই বোন মিলে সঙ্গীতাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শুধু মারধর করাই নয়, ইস্ত্রি গরম করে নিয়ে এসে তাঁর যৌনাঙ্গে চেপে ধরেন। শরীরে একাধিক জায়গায় ছ্যাঁকা দেন। গুরুতর জখম হয়ে শ্বশুরবাড়িতেই মৃত্যু হয় সঙ্গীতার। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। বান্টি-সহ তাঁর পরিবারের পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।