Wife Kills Husband in Bengaluru

একাধিক সম্পর্ক স্বামীর! খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খুন করলেন স্ত্রী, মেয়েকে সাহায্য মায়েরও

সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মা-মেয়েকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম লোকনাথ সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১১:৪০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর! অবৈধ ব্যবসার সঙ্গেও যুক্ত বলে অভিযোগ। এমনই নানা কারণে দীর্ঘ দিন ধরে ক্ষুব্ধ ছিলেন স্ত্রী। শেষমেশ একদিন স্বামীর খাবারে কড়া মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন তরুণী। তার পর মায়ের সহায়তায় গলা কেটে খুন করলেন স্বামীকে। সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মা-মেয়েকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম লোকনাথ সিংহ। ৩৭ বছর বয়সি ওই যুবক বেঙ্গালুরুর এক জন রিয়্যাল এস্টেট ব্যবসায়ী ছিলেন। শনিবার চিক্কাবানাভারার এক নির্জন এলাকায় একটি পরিত্যক্ত গাড়িতে লোকনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, স্ত্রী ও শাশুড়ির হাতে খুন হয়েছেন লোকনাথ। মা-মেয়েকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তেরা প্রথমে লোকনাথের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ওষুধের প্রভাবে যুবক ঝিমিয়ে পড়লে তাঁকে গাড়িতে করে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে গলা কেটে খুন করেন স্ত্রী। পুলিশের অনুমান, লোকনাথের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং অবৈধ ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জেনে গিয়েছিলেন তাঁর স্ত্রী। সম্ভবত এর পরেই স্বামীকে খুনের ছক কষেন তরুণী।

Advertisement

উত্তর বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার সাইদুল আদাবথ বলেন, ‘‘শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ আমরা খবর পাই যে চিক্কাবানাভারের কাছে এক যুবকের গলাকাটা দেহ পাওয়া গিয়েছে। তদন্তে নেমে আমরা নিহতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছি। তবে আরও তদন্ত চলছে।’’ পুলিশ সূত্রেই জানা গিয়েছে, গত ডিসেম্বরে বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু বিয়ের কিছু দিন পরেই লোকনাথ স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে রেখে যান। এর পর ধীরে ধীরে লোকনাথের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং অবৈধ ব্যবসায়িক লেনদেনের কথা প্রকাশ্যে আসতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ সব নিয়ে দম্পতির মধ্যে প্রায়শই বচসা হত। এমনকি বিবাহবিচ্ছেদের কথাও ভাবা হচ্ছিল। এক পর্যায়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিজনদের হুমকি দিতে শুরু করেন লোকনাথ। এর পরেই তাঁকে খুনের পরিকল্পনা করেন তাঁর স্ত্রী। অভিযুক্ত তরুণী ও তাঁর মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অন্য দিকে, লোকনাথের বেআইনি লেনদেনের বিষয়েও তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement