Lucknow Murder Case

প্রেমিকের সঙ্গে নিশ্চিন্তে থাকার জন্য স্বামীকে ফাঁসাতে হবে, তাই বলি ৫ বছরের মেয়ে! ফের উত্তরপ্রদেশ

মেয়েকে কেন খুন করলেন স্বামী? পুলিশি জিজ্ঞাসায় রোশনি জবাব দেন, তাঁরা দু’জনে ঝগড়া করছিলেন। হাতাহাতিও হয়। সেই সময় রাগের মাথায় মেয়ের গলা টিপে ধরেছিলেন স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৯:৪২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্ত্রীর পরকীয়া নিয়ে বাড়িতে অশান্তি চলছিল দীর্ঘ দিন। বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকলেও বাধা আসছিল স্বামীর। তাই স্বামীকে ফাঁসাতে ৫ বছরের মেয়েকেই ‘বলি’ করলেন যুবতী। কন্যাকে গলা টিপে হত্যার পরে স্বামীর ঘাড়ে দোষ চাপিয়েছিলেন তিনি। শেষমেশ অবশ্য পুলিশের কাছে ফাঁস হয়ে যায় সব। গ্রেফতার করা হয়েছে যুবতীকে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের লখনউ।

Advertisement

কয়েক মাস আগে পরকীয়া করে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন করে ড্রামে ভরে তার উপর সিমেন্ট ঢেলে দিয়েছিলেন স্ত্রী। মুসকান-কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে। সোমবার রাতে সেই উত্তরপ্রদেশে পরকীয়ার জেরে কন্যাকে খুন করে গ্রেফতার হলেন এক মা।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রোশনি খান। লখনউয়ের বাসিন্দা ওই যুবতী সম্প্রতি বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। তবে সোমবার তিনি ছিলেন স্বামীর বাড়িতে। রাতে তিনি থানায় ফোন করেছিলেন। কাঁপা কাঁপা গলায় জানিয়েছিলেন, তাঁদের পাঁচ বছরের সন্তানকে খুন করে ফেলেছেন স্বামী শাহরুখ খান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় শিশুর দেহ। শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।

Advertisement

মেয়েকে কেন খুন করলেন স্বামী? পুলিশি জিজ্ঞাসায় রোশনি জবাব দেন, তাঁরা দু’জনে ঝগড়া করছিলেন। হাতাহাতিও হয়। সেই সময় রাগের মাথায় মেয়ের গলা টিপে ধরেছিলেন স্বামী। আরও কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পারে মিথ্যা বলছেন যুবতী। কারণ, যে সময় মেয়ে খুন হয়েছে, তখন মহিলার স্বামী বাড়িতে ছিলেন না!

শাহরুখ বাড়ি ফেরেন সোমবার গভীর রাতে। তার আগে তাঁর স্ত্রীর সঙ্গে ওই বাড়িতে ছিলেন উদিত জসওয়াল নামে এক যুবক। পুলিশের দাবি, ওই যুবকের সঙ্গে পরকীয়া রয়েছে রোশনির। উদিত বাড়ি থেকে চলে যাওয়ার পরে ঘরে ঢোকেন শাহরুখ। সেই সময় স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। তার আগে মেয়েকে মেরে স্বামীর ঘাড়ে খুনের দায় চাপানোর ছক কষে ফেলেছিলেন রোশনি!

লখনউ (পূর্ব)-এর ডিসিপি বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, ‘‘মেয়েটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা রোশনি খানকে জেরা করছি। নিজের প্রেমের জন্য মা মেয়েকে মেরে ফেলেছেন, এমন ঘটনা সকলকে চমকে দিয়েছে।’’ পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় ধৃতের প্রেমিকের কোনও যোগ ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement