Death Threat to Husband

ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেকে এবং স্বামীকে খুনের হুমকি! গুরুগ্রামে গ্রেফতার মহিলা

কী কারণে মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মহিলাকে জেরার পরে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে অশান্তি চলছিল তাঁর। সেই কারণেই ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেকে এবং স্বামীকে খুনের হুমকি দিচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১১:৩৫
Share:

সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে খুনের হুমকির অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সমাজমাধ্যমে খুনের হুমকি পাচ্ছিলেন গুরুগ্রামের বাসিন্দা এক মহিলা এবং তাঁর স্বামী। ইনস্টাগ্রামে এক তরুণীর প্রোফাইল থেকে ওই হুমকিগুলি আসছিল। তা নিয়ে থানায় অভিযোগও জানান মহিলা। পরে পুলিশি তদন্তে উঠে আসে, মহিলা নিজেই ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে খুনের হুমকি দিচ্ছিলেন। ঘটনায় ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

গত ২৯ মে গুরুগ্রামে সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়া মিশ্র নামে এক মহিলা। পুলিশকে তিনি জানান, এক তরুণী ইনস্টাগ্রামে দম্পতিকে খুনের হুমকি দিচ্ছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার (সাইবার অপরাধ) প্রিয়াংশু দিওয়ানের নেতৃত্বে আসরে নামে তদন্তকারী দল। তাতে দেখা যায়, গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন অভিযোগকারী মহিলা নিজেই। তিনিই সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে খুনের হুমকি দিয়ে যাচ্ছিলেন।

কী কারণে মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মহিলাকে জেরার পরে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে অশান্তি চলছিল তাঁর। সেই কারণেই ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নিজেকে এবং স্বামীকে খুনের হুমকি দিচ্ছিলেন তিনি। পরে ওই হুমকিগুলির বিষয়ে স্বামীর মনে আরও ভয় ধরানোর জন্য নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। যদিও তাঁর দাবির সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। তাঁকে জেরা করে এ বিষয়ে আরও তথ্যসংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

Advertisement

ধৃত মহিলার মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ওই মোবাইল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখতে চান তাঁরা। শুধুই কি অশান্তির জেরে এই ভুয়ো হুমকি, না কি এর নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement