মাণ্ডারের পর রাঁচির ওরমাঝির মনাতু গ্রাম।
ডাইনি অপবাদে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, সুমিত্রা দেবী নামে ওই মহিলাকে উদ্ধার করে তারা। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মহিলার শাশুড়ি সহ কয়েক জন আত্মীয়কে আটক করেছে পুলিশ। রাঁচির পুলিশ সুপার (গ্রামীণ) রাজকুমার লকড়া বুধবার বলেন, ‘‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’