National news

ছবি তুলে ব্ল্যাকমেল, ভাইকে খুনের হুমকি, ১ বছর ধরে ধর্ষণ

ব্ল্যাকমেল করে, হুমকি দিয়ে আটকে রেখে টানা এক বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করল দুই যুবক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৮:৪৩
Share:

প্রতীকী ছবি।

দিন কয়েক আগের ঘটনা। চার দুষ্কৃতী মিলে প্রকাশ্যেই কর্তব্যরত এক মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করে। সেই ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তেরা এখনও অধরা। তার মধ্যেই ফের আর এক মহিলা নির্যাতনের ঘটনা সামনে এল আমদাবাদে। ব্ল্যাকমেল করে, হুমকি দিয়ে আটকে রেখে টানা এক বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করল দুই যুবক। শনিবার আমদাবাদ পুলিশে ওই দু’জনের নামে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী। অভিযুক্তদের খোঁজ চলছে।

Advertisement

আরও পড়ুন: ৩৩ শিশুর মৃত্যু, প্রবল তোপের মুখে যোগী সরকার

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি এক বছর আগের। ওই তরুণীর বয়স তখন ২০ বছর। এক বছর আগে বাড়ির কাছ থেকে তারই দুই প্রতিবেশী চিরাগ দেশাই এবং নীতীন দেশাই তাঁকে অপহরণ করে। পুলিশের কাছে ওই তরুণী জানান, এরপর তাঁকে আমদাবাদের চাঁদলোদিয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিন দিন ধরে আটকে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই তিনি তাদের নির্যাতনের শিকার হন। তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং তাঁর অপ্রীতিকর ছবি তোলে তারা। তিন দিন পর হোটেল থেকে তরুণীকে ছাড়া হয়। কিন্তু তাহলেও তাদের হাত থেকে রেহাই পাননি তিনি। পরবর্তীকালে সেই ছবি দেখিয়েও ব্ল্যাকমেল করা হত তাঁকে। পাশাপাশি বাইরে বেরিয়ে যাতে কাউকে এ বিষয়ে না বলে তার জন্য ভয়ও দেখাত। কাউকে কিছু জানালে তাঁর পাঁচ বছরের ভাইকে মেরে ফেলার হুমকিও দিত অভিযুক্তরা।

Advertisement

সেই ভয় থেকেই এতদিন কাউকে কিছু বলেননি তরুণী। কিন্তু সম্প্রতি সেই ভয় কাটিয়ে পরিবারকে বিষয়টি জানায়। তার পর পরিবারের সঙ্গেই থানায় এসে অভিযোগ দায়ের করেন।

আমদাবাদ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (মহিলা) পান্না মোমায়া বলেন, ‘‘দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং ভয় দেখিয়ে অপরাধমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। দুই অভিযুক্তের খোঁজ চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement