Uttar Pradesh

অবহেলার শাস্তি, স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী

স্বামীর এই ‘অবহেলা’ আর মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী। সেই রাগেই স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৭:০৭
Share:

সম্মতি নিয়েই করেছিলেন দ্বিতীয় বিয়ে। কিন্তু, সেই বিয়ের পর থেকে তাঁকে এড়িয়ে চলেন স্বামী। এমনকি, দ্বিতীয় স্ত্রীর সন্তান হওয়ার পর থেকে তাঁর সঙ্গে থাকেনও না।

Advertisement

স্বামীর এই ‘অবহেলা’ আর মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী। সেই রাগেই স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী।

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রথম স্ত্রীর কোনও সন্তান ছিল না। সে জন্য তাঁর অনুমতিতেই দ্বিতীয় বার বিয়ে করেছিলেন মুজফফনগরের মিমলানা এলাকার ওই ব্যক্তি। কিন্তু, দ্বিতীয় বিয়ের পর থেকে স্বামী আর তাঁকে সময় দিতেন না বলে অভিযোগ করেছেন প্রথম পক্ষের স্ত্রী।

আরও পড়ুন : পাঁচ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ করে এসেছে সৎবাবা!

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। প্রথম স্ত্রীর অভিযোগ, সন্তান হওয়ার পর থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গেই থাকতেন তাঁর স্বামী। পুলিশের কাছে অভিযুক্ত প্রথম পক্ষের স্ত্রী জানিয়েছে, ধারাবাহিক ভাবে অবহেলার শাস্তি হিসেবেই স্বামী যৌনাঙ্গ কেটেছেন তিনি। পুলিশ প্রথম পক্ষের স্ত্রীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কেরলেও ব্ল্যাক ম্যাজিকের থাবা! মৃত একই পরিবারের ৪

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement