জর্জিয়ায় ভারতীয় পর্যটকদের হেনস্থার অভিযোগে সরব হলেন ধ্রুবী পটেল নামে এক যুবতী। ছবি: সংগৃহীত।
জল নেই, খাবার নেই। নেই শৌচালয়ে যাওয়ার অনুমতিও। হাড়কাঁপানো ঠাণ্ডায় এমন ভাবেই পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বসিয়ে রাখা হল ৫৬ জন ভারতীয় পর্যটককে! সম্প্রতি নাকি এমনটাই ঘটেছে জর্জিয়া ও আর্মেনিয়ার সীমান্তে। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জর্জিয়ায় ঢোকার সময় দীর্ঘ ক্ষণ ধরে হেনস্থা করা হয়েছে এক দল ভারতীয় পর্যটককে।
সম্প্রতি সমাজমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ধ্রুবী পটেল নামে এক যুবতী। আরও একদল ভারতীয় পর্যটকের সঙ্গে জর্জিয়ায় যাচ্ছিলেন ধ্রুবী। যুবতীর দাবি, তাঁদের সকলের কাছে বৈধ ই-ভিসা ছিল। অন্যান্য প্রয়োজনীয় নথিও ছিল। কিন্তু সাদাখলো সীমান্ত দিয়ে আর্মেনিয়া থেকে জর্জিয়ায় প্রবেশের সময় তাঁদের পথ আটকান আধিকারিকেরা। হেনস্থা ও অপমানের পাশাপাশি তাঁদেরকে কনকনে ঠাণ্ডায় দীর্ঘ ক্ষণ ফুটপাতে বসিয়ে রাখা হয়। পাঁচ ঘণ্টা ধরে পানীয় জল কিংবা খাবার জোটেনি কারও। কাছাকাছি কোনও শৌচালয়ও ছিল না। অভিযোগ, প্রথমেই ‘কেড়ে’ নেওয়া হয় পাসপোর্ট। নথিপত্র যাচাই না করেই কর্তব্যরত আধিকারিকেরা বলতে থাকেন, তাঁদের ভিসা ‘অবৈধ’। এমনকি, তাঁদের ছবি ও ভিডিয়োও তুলে রাখেন আধিকারিকেরা।
পোস্টে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ধ্রুবী। পোস্টে রাষ্ট্রনেতাদের ট্যাগ করে তিনি লেখেন, ‘‘জর্জিয়া ভারতীয়দের সঙ্গে এ রকম অমানবিক আচরণ করে। খুবই লজ্জাজনক। এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রেক্ষিতে অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত ভারতের।’’