বিয়ের আগের দিন আত্মঘাতী হলেন ১৮ বছরের তরুণী সাইমা সিনিভার। ছবি: সংগৃহীত।
বিয়ে ঠিক হয়েছিল। তার আগের দিন আত্মঘাতী হলেন ১৮ বছরের তরুণী সাইমা সিনিভার। কেরলের মালপ্পুরমের ঘটনা। স্থানীয়দের দাবি, প্রতিবেশী যুবক সাজিরের সঙ্গে সম্পর্ক ছিল সাইমার। পরিবার রাজি না হলে চরম পদক্ষেপ। খবর পেয়ে হাতের শিরা কাটেন সাজিরও। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল।
বাবার মৃত্যুর পরে সাইমা কাকার বাড়িতে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির ছাদে গিয়েই গলায় দড়ি দিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের সাজিরের সঙ্গে সম্পর্কের কথা পরিবারকে জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রাজি হননি আত্মীয়েরা। অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে স্থির করেন তাঁরা। এর পরেই চরম পদক্ষেপ করেন সাইমা। সেই খবর পেয়ে হাত কাটেন সাজিরও। তাঁকে মানজেরির হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দিল কয়েক আগে মালপ্পুরমে বিষ্ণুজা নামে এক বধূর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, আত্মঘাতী হয়েছেন ২৫ বছরের তরুণী। তাঁর পরিবারের দাবি, তরুণীর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন। অভিযোগ পেয়ে তরুণীর স্বামীকে গ্রেফতার করে পুলিশ।