Crime

গোয়ার হোটেলে তরুণীর ক্ষতবিক্ষত দেহ, বেপাত্তা প্রেমিক

শনিবার সকালে হোটেলের এক সাফাইকর্মী ঘরের মধ্যে তরুণীর মৃতদেহটি দেখতে পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:২২
Share:

—প্রতীকী ছবি।

গোয়ায় হোটেলের ঘর থেকে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। প্রেমিকের সঙ্গে সেখানে উঠেছিলেন তিনি। ঘটনার পর থেকে বেপাত্তা সেই প্রেমিক।

Advertisement

মৃত তরুণীকে অলকা সাইনি বলে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ।আদতে হিমাচলপ্রদেশের বাসিন্দা তিনি। বয়স ২৫ বছর।গত ২০ এপ্রিল প্রেমিকের সঙ্গে উত্তর গোয়ার আরপোরায় সমুদ্র সৈকতের ধারে ওই হোটেলে ওঠেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হোটেলের এক সাফাইকর্মী ঘরের মধ্যে তরুণীর মৃতদেহটি দেখতে পান। তাঁর ঘাড়ে কোপানোর দাগ ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

Advertisement

আরও পড়ুন: পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মায়া, মমতা বা চন্দ্রবাবুকেই পছন্দ, রাহুলের নামই করলেন না শরদ​

আরও পড়ুন: সামনে এল কলম্বোর হোটেলে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ​

মৃতদেহ উদ্ধারের কিছু ক্ষণ আগে হোটেলের ওই ঘর থেকে দুই ব্যক্তিকে বেরোতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। কিন্তু এখনও পর্যন্ত তাদের শনাক্ত করা যায়নি। হদিশ মেলেনি ওই তরুণীর প্রেমিকেরও। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সমস্ত বাস টার্মিনাল, রেল স্টেশনে মোতায়েন পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্কতা জারি হয়েছে ডাবোলিম আন্তর্জাতিক বিমান বন্দরেও। বর্ডার চেকপোস্টেও নজরদারি চলছে। খুনের মামলা দায়ের হয়েছে অঞ্জুনা থানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement