‘জব উই মেট’ ছবির একটি দৃশ্যে গীত এবং আদিত্য। ছবি: সংগৃহীত।
এ যেন ১৮ বছর আগের সেই সিনেমা, ‘জব উই মেট’! প্রেমিককে বিয়ে করবেন বলে বাড়ি থেকে পালিয়েছিলেন ইনদওরের কলেজ ছাত্রী। স্টেশনে আসেননি প্রেমিক। শেষে সেই রতলামগামী ট্রেনেই পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয়ে যায় গীত থুড়ি বিবিএ ছাত্রী শ্রদ্ধার। তার পরে তাঁকেই বিয়ে করে নেন তিনি। শ্রদ্ধা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পরে থানায় অভিযোগ করেছিল পরিবার। পুলিশ এখন তরুণীর দাবি খতিয়ে দেখছে।
সিনেমায় করিনা কাপুরের চরিত্র গীত প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করেছিলেন। ট্রেনে দেখা হয় শাহিদ কপূরের চরিত্র আদিত্যের সঙ্গে। রতলাম স্টেশনে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ছবির শেষে সেই আদিত্যের সঙ্গেই বিয়ে হয় গীতের।
ইনদওরের শ্রদ্ধা ২৩ অগস্ট রাত ২টো নাগাদ বাড়ি থেকে পালিয়ে যান। মোবাইল রেখে যান বাড়িতেই। শ্রদ্ধা পুলিশের কাছে দাবি করেছেন, প্রেমিক সার্থকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু স্টেশনে গিয়ে দেখেন সার্থক আসেননি। তখন আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, সে সময় তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন করণদীপ। তিনি ইনদওরের এক কলেজে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন। করণদীপকে আগেই চিনতেন তিনি। ট্রেনেই তাঁরা সিদ্ধান্ত নেন একে অপরকে বিয়ে করবেন।
শ্রদ্ধার দাবি, তিনি এবং করণদীপ মন্দাসৌরে নেমে পড়েন। সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরে মাহেশ্বরের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন। এর পরে তাঁরা ইনদওরে এসে থানায় হাজির হয়ে এই বয়ান দেন। শ্রদ্ধার এই বয়ানে সন্দেহপ্রকাশ করেছে পুলিশ। সার্থক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে শ্রদ্ধার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। শ্রদ্ধার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর বাবা। যদিও জানিয়েছেন, কন্যা একা থাকতে চাইলে তিনি মেনে নেবেন। তবে এই বিয়ে তিনি মানতে চাননি।