Wine

ফায়ার শট খেতে গিয়ে বেঙ্গালুরুতে আহত এক মহিলা

শুক্রবার রাতে ওই বারে ফায়ার শট খেতে গিয়ে গ্লাসের কাঁচ পেটে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৭:১২
Share:

ফায়ার শট। ছবি শাটারস্টক।

বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন হোটেলে। উদ্দেশ্য ছিল মদ্যপানে মৌতাত লাভ। কিন্তু সেই আনন্দ যে বুমেরাং হয়ে ফিরবে, সে কথা বোধহয় কল্পনা করেননি এক মহিলা। তিনি বেঙ্গালুরুর এক সংস্থায় কর্মরত। শুক্রবার রাতে ওই বারে ফায়ার শট খেতে গিয়ে গ্লাসের কাঁচ পেটে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ওই মহিলা।

Advertisement

ঘটনার পর তিনি বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলা ও তাঁর বন্ধুর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলের ম্যানেজার ও বারটেন্ডারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ওই মহিলার বন্ধু পুলিশকে জানিয়েছেন, ফায়ার শট দিয়ে ওই বার টেন্ডার তাঁর বান্ধবীকে বলেছিলেন চোখ বুজে খেয়ে নিতে। সেই মতো ওই মহিলা খেয়ে নেন। কিন্তু ফায়ার শটের উত্তাপে ফেটে যায় কাঁচের গ্লাস। সেই কাঁচের টুকরো আঘাতেইওই মহিলা আহত হয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সহকর্মীদের সঙ্গে সেলফি তোলার আনন্দে মাতলেন অভিনন্দন বর্তমান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement