মহিলার খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার চার দিন পরেই কার্গিলের হোটেল থেকে উধাও হয়ে গেলেন এক মহিলা। তিনি নাগপুরের বাসিন্দা। ১৫ বছরের পুত্রকে নিয়ে সেখানে গিয়েছিলেন। ছেলেকে হোটেলে রেখে উধাও হয়ে যান মহিলা। এর পরেই তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলা পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিয়ন্ত্রণরেখার কাছেই কার্গিলের হুন্দেরবন গ্রাম। কার্গিলের এএসপি নিতিন যাদব জানিয়েছেন, ওই গ্রামে গত ৯ মে বেড়াতে গিয়েছিলেন মহিলা। সঙ্গে ছিল পুত্র। সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ‘অপারেশন সিঁদুর’ চালাচ্ছিল ভারত। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১১ মে থেকে মহিলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
মহিলার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে জানিয়েছে, কার্গিলে আসার আগে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরেছে তারা। পঞ্জাবের কয়েকটি জায়গাতেও গিয়েছিল। ওই মহিলার খোঁজ করছে পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা চলছে। ওই মহিলা চরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।