টাওয়ার বেয়ে উপরে মহিলা

সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা। মোবাইল টাওয়ারের মাথা থেকে নামলেন না এক বছর তিরিশের মহিলা। ঘটনাটি পাকুড়ের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাকুড়ের এক বাসিন্দা লক্ষ করেন মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসে আছেন এক মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:১৭
Share:

সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা। মোবাইল টাওয়ারের মাথা থেকে নামলেন না এক বছর তিরিশের মহিলা। ঘটনাটি পাকুড়ের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাকুড়ের এক বাসিন্দা লক্ষ করেন মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসে আছেন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। প্রায় সাত তলা উঁচু বেসরকারি সংস্থার ওই মোবাইল টাওয়ারটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীরা জানান, এত উঁচুতে উঠে ওই মহিলা বসে আছেন যে তাঁকে চিৎকার করে কিছু বলা যাচ্ছে না। ইশারায় তাঁকে নীচে নামতে বললে হাত দেখিয়ে না বলছেন। উদ্ধার করতে গেলে যদি মহিলা ঝাঁপ দেন তাই পুলিশও ভয় পাচ্ছে টাওয়ারে উঠতে। দমকলেরও এত বড় মই নেই। মহিলা স্থানীয় নন বলে গ্রামবাসীরা জানান। রাতেও তিনি না নামলে পাহারাদার বসানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement