Self Immolation

মেয়ে ও নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন মহিলা! পুড়ে মৃত্যু দু’জনেরই, বধূ নির্যাতনের অভিযোগ রাজস্থানে

ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলকে নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারীরা। একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৭:৪৮
Share:

গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা রাজস্থানের বধূর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নয়ডার বধূহত্যার তদন্ত ঘিরে আলোচনার মাঝে প্রকাশ্যে এল রাজস্থানের এক বধূ এবং তাঁর কন্যার মৃত্যুর ঘটনা। নিজের এবং মেয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই বধূ। ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। নয়ডাকাণ্ডের মতো এ ক্ষেত্রে বধূ নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। ঘটনায় ইতিমধ্যে মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

রাজস্থানের জোধপুরের ওই মহিলা পেশায় স্কুলশিক্ষিকা। তাঁর তিন বছর বয়সি এক মেয়েও রয়েছে। গত শুক্রবার স্কুল থেকে বাড়িতে ফিরে মেয়ের গায়ে পেট্রল ঢেলে দেন মহিলা। নিজের গায়েও পেট্রল ঢালেন তিনি। এর পরে আগুন ধরিয়ে দেন। ঘটনার সময় স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যেরা কেউই বাড়িতে ছিলেন না। বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরাই তাঁদের খবর দেন। থানাতেও খবর দেওয়া হয়। কিন্তু যত ক্ষণে তাঁরা বাড়িতে পৌঁছোন, তত ক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় মহিলার তিন বছরের কন্যার। গুরুতর দগ্ধ অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তাঁরও।

বধূর মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন বাপের বাড়ির সদস্যেরা। মহিলার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি এফআইআর-ও রুজু করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা-সহ অন্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় থানায়।

Advertisement

এ দিকে ঘটনার পর থেকেই মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের এলাকায় দেখা যাচ্ছে না। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলকে নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারীরা। একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের পাশাপাশি অন্য এক ব্যক্তির নামও উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বামী এবং ওই ব্যক্তি মিলে তাঁকে শারীরিক হেনস্থা করতেন বলেও সুইসাইড নোটে উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement