Murder

দাম্পত্য কলহের জের! শিশুপুত্র এবং কন্যাকে গলা টিপে খুন, শেষে স্বামীকে ধারালো অস্ত্রের কোপ স্ত্রীর

শনিবারে ভোরে ঘুমিয়ে ছিলেন দুর্যোধন। অভিযোগ, সে সময় কাপড় দিয়ে দুই সন্তানে পিউ এবং শম্ভুকে গলা টিপে খুন করেন কোমল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২
Share:

দুই শিশুকে গলা টিপে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক বছরের পু্ত্র এবং দু’বছরের কন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ, এর পর স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করতে যান কোমল মিন্ধে নামে ওই তরুণী। তাঁর স্বামী দুর্যোধন মিন্ধে এখন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা স্থিতিশীল। পুণের দাউন্দ তালুকের ঘটনা। অভিযুক্ত কোমলকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্যোধন পেশায় ইঞ্জিনিয়ার। পুণের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। শনিবারে ভোরে ঘুমিয়ে ছিলেন তিনি। অভিযোগ, সে সময় কাপড় দিয়ে দুই সন্তানে পিউ এবং শম্ভুকে গলা টিপে খুন করেন কোমল। এর পর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বামী দুর্যোধনের উপর। কোনও মতে তিনি ধরে ফেলেন কোমলকে। এর পর পরিবারের লোকজন ছুটে এসে আটকান কোমলকে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি করানো হয় দুর্যোধন।

পুলিশ আধিকারিক গোপাল পওয়ার জানিয়েছেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে আগের রাতে ঝগড়া হয়েছিল। তার জেরেই ভোরে ওই কাণ্ড ঘটিয়েছেন কোমল। এই ঘটনায় স্থানীয় এবং দম্পতির পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement