Gujarat

পুত্রের পাঁচ বছরের জন্মদিনের পার্টিতে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন মা, ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মঞ্চে তরুণী, তাঁর স্বামী এবং পুত্র দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের বাকি লোকজন নাচগান করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৬
Share:

পুত্রের জন্মদিনে মৃত্যু মায়ের। ছবি: ভিডিয়ো থেকে।

পুত্রের পাঁচ বছরের জন্মদিন। সেই উপলক্ষে হোটেলে চলছিল উদ্‌যাপন। জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজন। তার মাঝেই ঘটে গেল বিপদ। হইচইয়ের মাঝে আচমকাই পড়ে গেলেন মা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তরুণীর। গুজরাতের ভালসাদের ঘটনা।

Advertisement

ভালসাদের একটি হোটেলে চলছিল জন্মদিনের উদ্‌যাপন। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার অনলাইন সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মঞ্চে তরুণী, তাঁর স্বামী এবং পুত্র দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের বাকি লোকজন নাচগান করছেন। প্রথমে তরুণীর কোলে ছিল শিশুটি। তাকে স্বামীর কোলে দিয়ে মঞ্চের উপর দিয়ে এগোচ্ছিলেন মহিলা। মাথায় হাত দিচ্ছিলেন তিনি।

এর পর আচমকাই স্বামীর কাঁধে এক বার মাথা রাখেন তিনি। তার পর ঢলে পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement