‘‘এত খাটো পোশাক?’’ গাড়ি থেকে নামিয়ে হেনস্থা তরুণীকে

‘‘কী ভাবে এত খাটো পোশাক পরে এত রাতে দু’টো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? পুণেতে এ সব চলবে না।’’ ভোর রাতে ২২ বছরের তরুণীকে এই ভাবেই হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। আর তারপর টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে যারপরনাই হেনস্থা। এখানেই থেমে থাকেনি তারা। এর পর এক সপ্তাহ ধরে তরুণীকে তারা নানা ভাবে উত্যক্ত করতে থাকে। অবশেষে থানায় অভিযোগ জানান তিনি।

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১৫:৫৪
Share:

দুই ধৃত

‘‘কী ভাবে এত খাটো পোশাক পরে এত রাতে দু’টো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? পুণেতে এ সব চলবে না।’’ ভোর রাতে ২২ বছরের তরুণীকে এই ভাবেই হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। আর তারপর টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে যারপরনাই হেনস্থা। এখানেই থেমে থাকেনি তারা। এর পর এক সপ্তাহ ধরে তরুণীকে তারা নানা ভাবে উত্যক্ত করতে থাকে। অবশেষে থানায় অভিযোগ জানান তিনি।

Advertisement

ঠিক কী হয়েছিল?

ওই তরুণী জানান, ১ মে ভোর সাড়ে ৫টা নাগাদ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বিয়েবাড়ি থেকে তিনি ফিরছিলেন। লুলানগরের সিগনাল থেকেএকটি গাড়ি তাঁদের গাড়ির পাশে পাশে চলতে থাকে। ওই গাড়িতে কয়েক জন যুবক ছিলেন। হটাত্ই কাচ নামিয়ে তাঁর ও তাঁর বন্ধুদের উদ্দেশে কটূক্তি করতে থাকে। এখানেই থেমে থাকেনি তারা। পিছু ধাওয়া করে তাঁর বাড়ির কাছাকাছি পর্যন্ত আসে তারা। এর পর জোর করে গাড়ি থেকে নামিয়ে শুরু হয় হেনস্থা। এক বন্ধু বাধা দিতে গেলেও তাঁকেও হেনস্থা করে দুষ্কৃতীরা। বন্ধুরা বাধা না দিলে তাঁকে ধর্ষিত হতে হতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই তরুণী। তিনি জানান, আমি ১০০ ডায়াল করেছিলাম। কিন্তু উত্তর পাইনি। এক ঘণ্টা পর পুলিশ এসে এনসি(নন কগনিজবল) অভিযোগ দায়ের করে। পরে কোনধাওয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী।
দুই অভিযুক্ত অমিত মুখধর ও শুভম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৩, ৫০৪ ও ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement



(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন