National News

স্বামীকে বেঁধে তাঁর সামনেই দুষ্কৃতীরা গণধর্ষণ করল স্ত্রীকে

রাত তখন দশটা বেজে গিয়েছে। উত্তরপ্রদেশের অওরিয়া স্টেশনে ট্রেন থেকে নামেন এক দম্পতি। স্টেশনও তখন প্রায় শুনশান হয়ে গিয়েছে। গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য গাড়ি খুঁজছিলেন তাঁরা। কিন্তু এত রাতে গাড়ি পাবেন কোথায়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১০:৪৩
Share:

প্রতীকী ছবি।

রাত তখন দশটা বেজে গিয়েছে। উত্তরপ্রদেশের অওরিয়া স্টেশনে ট্রেন থেকে নামেন এক দম্পতি। স্টেশনও তখন প্রায় শুনশান হয়ে গিয়েছে। গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য গাড়ি খুঁজছিলেন তাঁরা। কিন্তু এত রাতে গাড়ি পাবেন কোথায়! অগত্যা একটু এগিয়ে যেতেই একটি লোডার ভ্যান তাঁদের সামনে এসে দাঁড়ায়। লিফ্ট দিতে চাইলেন গাড়ির চালক। একেই রাত হয়ে গিয়েছে, তার উপর গাড়ি নেই কোত্থাও, ইতঃস্তত লোডার ভ্যানেই উঠে পড়লেন তাঁরা। কিন্তু তাঁদের জন্য যে কী বিপদ অপেক্ষা করেছিল ঘুণাক্ষরেও টের পাননি।

Advertisement

আরও পড়ুন: দিল্লিতে গ্যাস লিক করে অসুস্থ ৪৫০ ছাত্রী

কিছু দূর যেতেই চালক হাইওয়ের ধারে একটি মদের দোকানের সামনে গাড়িটা দাঁড় করায়। সেখান থেকে আরও সাত জন গাড়িতে ওঠে। অন্ধকার হাইওয়ে দিয়ে গাড়ি শাঁ শাঁ করে ছুটছিল। হঠাত্ই একটু বাঁক নিয়ে ঘুটঘুটে অন্ধকারে গিয়ে গাড়িটা থামল। ওই দম্পতি তখন বিপদের আঁচ পান। কিন্তু তার আগেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে চালক ও তার সঙ্গীরা। স্বামীর হাত-পা বেঁধে তাঁর সামনেই আট জন মিলে গণধর্ষণ করে স্ত্রীকে। সঙ্গে চলে হুমকি আর মারধর। বেশ কিছু ক্ষণ সময় ধরে তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা ওই দম্পতিকে ফের গাড়িতে তুলে নিয়ে তাঁদের কাছ থেকে সব লুঠ করে হাইওয়েরই একটা ফাঁকা জায়গায় ফেলে গিয়ে চম্পট দেয়। কোনও রকমে সেখান থেকে থানায় গিয়ে তাঁরা গোটা বিষয়টি জানান ওই দম্পতি।

Advertisement

গত বৃহস্পতিবার মধ্যরাতে ভয়ানক এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের জালাউনে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি জালাউনেরই বাসিন্দা। কাজের জন্য জয়পুরে যাচ্ছিলেন তাঁরা। অওরিয়া স্টেশনে নেমে গাড়ির খোঁজ করতেই একটি লোডার ভ্যান এসে তাঁদের লিফ্ট দেয়। অভিযোগ, তার পরই স্বামীর হাত-পা বেঁধে তাঁর সামনেই স্ত্রীকে গণধর্ষণ করল গাড়িচালক ও তার সাত সঙ্গী। শুধু তাই নয়, তাঁদের সমস্ত কিছু লুঠ করে জালাউন-অওরিয়া হাইওয়ের ধারে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। জালাউনের পুলিশ সুপার এসসি শাক্য জানান, আট জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে গণধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। ঘুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ডিআইজি শরদ সচান জানিয়েছেন, পুলিশের ৫টি দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সময় হাইওয়ের টহলদারি ভ্যান কোথায় ছিল তা-ও খতিয়ে দেখা হবে। এই ঘটনার পরই অপরাধীদের গ্রেফতারের জন্য রাজ্য পুলিশ প্রশাসনের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন