শিলচরে নিখোঁজ ত্রিপুরার তরুণী

অসমে চিকিত্‌সা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ত্রিপুরার ধর্মনগরের এক মহিলা ও তাঁর শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ির এক দিনমজুরের স্ত্রী চন্দনা নাথ তাঁর মেয়ে বছর ছয়েকের প্রিয়ার চিকিৎসার জন্য গত সপ্তাহে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৪৮
Share:

অসমে চিকিত্‌সা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ত্রিপুরার ধর্মনগরের এক মহিলা ও তাঁর শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ির এক দিনমজুরের স্ত্রী চন্দনা নাথ তাঁর মেয়ে বছর ছয়েকের প্রিয়ার চিকিৎসার জন্য গত সপ্তাহে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। ওই মেডিক্যাল কলেজের পাশে একটি অতিথি নিবাসে উঠেছিলেন তাঁরা। কিন্তু সাত দিন পরও বাড়ি না ফেরায় চন্দনাদেবীর পরিজনরা খোঁজ শুরু করেন। গত কাল শিলচরের ঘুঙ্গুর থানায় এফআইআর দাখিল করা হয়। থানার আইসি অশোক চক্রবর্তী জানান, তল্লাশি চালানো হয়েছে। কিন্তু দু’জনের কোনও হদিস মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement