Farmers Law

Women Farmers Run Over: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিন মহিলা কৃষকের, দিল্লির টিকরি সীমানায় বাড়ছে উত্তেজনা

ওই মহিলারা পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে তাঁরা কৃষকদের অবস্থানে অংশ নিতেন। বুধবার ফেরার পথে ঘটে দুর্ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

টিকরি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৯:৩৫
Share:

প্রতীকি ছবি।

রাজধানী দিল্লির টিকরি সীমানায় দ্রুতগতির ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা কৃষকের। ঘাতক ট্রাকের চালক পলাতক।

Advertisement

গত প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান বিক্ষোভ করছেন পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পঞ্জাবের বাসিন্দা ওই মহিলা কৃষকরা। বুধবার বাড়ি ফেরার পথে তাঁরা একটি পথ বিভাজিকার উপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে পথ বিভাজিকার উপর। ট্রাকের চাকার তলায় পড়ে যান অন্তত তিন জন মহিলা কৃষক। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক মহিলার। ঘাতক ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই মহিলারা পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে তাঁরা কৃষকদের অবস্থানে অংশ নিতেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন