Pakistan Train Hijack

‘গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোনটা’, ট্রেনে জঙ্গি হামলার পর পাকিস্তানের আনা অভিযোগ উড়িয়ে বলল ভারত

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তান নিজেদের দিকে তাকাক। অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দিক।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১১:২৮
Share:

বালোচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বিএলএ ট্রেনে হামলা চালানোর পরেই ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে পাকিস্তান। —ফাইল ছবি।

বালোচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গি হামলার পরেই ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ তোলে ইসলামাবাদ। তার পাল্টা এ বার মুখ খুলল নয়াদিল্লি। পাকিস্তানকে সরাসরি ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে তোপ দাগা হল। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল বলেন, “আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি।” তার পরেই পাকিস্তানের নাম না-করে তাঁর খোঁচা, “গোটা বিশ্ব জানে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায় রয়েছে।”

Advertisement

এখানেই থামেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। পড়শি দেশকে নিশানা করে তিনি বলেন, “অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তান নিজেদের দিকে তাকাক। অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই ভারতের বিরুদ্ধে বালোচিস্তানের বালোচ বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। সম্প্রতি বালোচিস্তান প্রদেশেই জাফর এক্সপ্রেস অপহরণ করে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। তার পরেই পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র সফকাত আলি খান দাবি করেন যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। আফগানিস্তান থেকেই হামলাটি পরিচালনা করা হয় বলেও দাবি করেন তিনি। ইসলামাবাদের তরফে এ-ও দাবি করা হয় যে, ভারতের সংবাদমাধ্যম বিএলএ-কে ‘মহিমান্বিত’ করছে।

Advertisement

বালোচ জঙ্গিদের আফগান-যোগের কথা উড়িয়ে দিয়ে আগেই কড়া বিবৃতি দিয়েছে তালিবান। তালিবদের তরফে বলা হয়েছে, ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য না-করে পাকিস্তান নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। এ বার ইসলামাবাদের দাবি উড়িয়ে কড়া বিবৃতি দিল ভারতও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement