Monsoon Session of Parliament

‘গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে’! মোদীর আশা, সিঁদুর নিয়ে এক সুরেই সংসদে বলবে সরকার ও বিরোধীপক্ষ

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন সংসদ চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উত্থাপন করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১১:০৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদ চত্বরে। ছবি: পিটিআই।

এ বারের বাদল অধিবেশনে সংসদে কোন কোন বিষয়কে সামনে রেখে সরকারপক্ষ আলোচনা শুরু করতে চাইছে, তার ইঙ্গিত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন সংসদ চত্বরে বক্তব্য প্রকাশ করেন মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি।” ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে শাসক এবং বিরোধীপক্ষ এক সুরে কথা বলবে বলে আশাপ্রকাশ করেন মোদী।

Advertisement

বাদল অধিবেশনের গুরুত্বের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ভারতের সাফল্যের একাধিক খতিয়ান তুলে ধরেন। মোদী বলেন, “২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ডেরায় গিয়ে আঘাত করেছে ভারত। সেনাশক্তির এটা ‘মেড ইন ইন্ডিয়া’ রূপ। ভারতে তৈরি অস্ত্রের উপর বাকি বিশ্বের ভরসা বাড়ছে।” শুভাংশু শুক্লদের মহাকাশ অভিযানের প্রসঙ্গও আসে মোদীর বক্তৃতায়। তিনি বলেন, “আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত গৌরবের।” এই প্রসঙ্গেই মোদীর সংযোজন, “বাদল অধিবেশন দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই অধিবেশন রাষ্ট্র গৌরব ও বিজয়োৎসবের।”

তাঁর সরকারের আমলে মাওবাদ মোকাবিলা এব‌ং অর্থনৈতিক উন্নতির দিক থেকে কী কী উন্নতি হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “মাওবাদ-নকশালবাদ দেশ থেকে দ্রুত নির্মূল হচ্ছে। বর্তমান ভারতে মাওবাদীদের প্রভাব ক্রমশ কমছে। বোমা-বন্দুক-পিতলের সামনে জিতছে দেশের সংবিধান।” ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিশ্ব অর্থনীতিতে ভারত ১০ নম্বর স্থান থেকে তিন নম্বর স্থান অর্জনের দিকে এগোচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২৫ কোটি ভারতীয় দারিদ্রসীমা অতিক্রম করেছেন। মুদ্রাস্ফীতি আগে ছিল দুই সংখ্যার। এখন দুই শতাংশের আশপাশে।”

Advertisement

রবিবারই সর্বদল বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় আপত্তি নেই তাদের। কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী রিজিজু বলেছিলেন, “আমরা পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে রাজি। সরকার কখনও এই বিষয়গুলি নিয়ে আলোচনায় নীরব থাকবে না।” ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবির বিষয়েও সরকার সংসদে উপযুক্ত জবাব দেবে বলে আশ্বস্ত করেন রিজিজু। তবে কেন্দ্রের একটি সূত্রের খবর, সংসদে প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুর বা পহেলগাঁও কাণ্ড নিয়ে সরাসরি মুখ না-ও খুলতে পারেন। সে ক্ষেত্রে সরকারের তরফে বিরোধীদের জবাব দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

অধিবেশনের শুরুতেই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে হইচই শুরু করেন বিরোধী সাংসদেরা। বেলা ১২টা পর্যস্ত স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement