National News

ঝাড়ু হাতে তাজ চত্বর সাফাই করে ড্যামেজ কন্ট্রোলে যোগী

তাজমহল বিতর্কে জল ঢালার চেষ্টা করলেন যোগী। বৃহস্পতিবার সকালে তাজ সফর করলেন, ঝাড়ু হাতে তাজ চত্বর সাফাইও করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

আগরা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৪:১৪
Share:

এই প্রথম উত্তরপ্রদেশের কোনও বিজেপি মুখ্যমন্ত্রী তাজমহল পরিদর্শন করলেন। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

অবশেষে তাজমহলে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েক সপ্তাহে উত্তরপ্রদেশে একের পর এক বিজেপি নেতা তাজমহল সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। সেই সব মন্তব্যের প্রবল সমালোচনা শুরু হয়েছিল গোটা দেশে। তাজমহলের মতো বিশ্ববন্দিত সৌধেও বিজেপি সাম্প্রদায়িকতার রং লাগাচ্ছে, বলছিলেন বিরোধীরা। এই পরিস্থিতিতেই ড্যামেজ কন্ট্রোলে নামে উত্তরপ্রদেশের সরকার। জানায়, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিজেই যাবেন তাজ পরিদর্শনে। কথা মতো বৃহস্পতিবার তাজমহলে গেলেন যোগী। ঝাড়ু হাতে সাফাইও করলেন তাজমহল চত্বর।

Advertisement

এই প্রথম উত্তরপ্রদেশের কোনও বিজেপি মুখ্যমন্ত্রী তাজমহল পরিদর্শনে গেলেন। যোগীর সফর উপলক্ষে তাজ চত্বর অন্য দিনের চেয়েও ঝাঁ-চকচকে রাখা হয়েছিল এ দিন। কিন্তু রাজ্যবাসীকে এ দিন তাজ চত্বর থেকেই পরিচ্ছন্নতার বার্তা দিতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই সাফাই কর্মসূচির আয়োজন হয়েছিল। তাজ চত্বরে অল্প একটু অংশ ঝাড়ু চালানোর উপযুক্ত রাখা হয়। মাথায় বেসবল হ্যাট পরে ঝাড়ু হাতে নিয়ে তাজ চত্বরের সেই ছোট অংশটি সাফ করেন যোগী নিজেই।

আরও পড়ুন: আগরায় সুইস পর্যটক জুটির উপর নৃশংস হামলা, রিপোর্ট চাইলেন সুষমা

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে প্রকাশিত একটি পুস্তিকায় রাজ্যের মূল পর্যটন কেন্দ্রগুলির তালিকা থেকে তাজমহলের নাম বাদ গিয়েছিল। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। বিরোধী দলগুলি বিজেপি সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলে। বিজেপির বেশ কয়েকজন নেতা পাল্টা সুর চড়িয়ে তাজমহল সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। বিজেপি বিধায়ক সঙ্গীত সোম বলেন, তাজমহল একজন ‘বিশ্বাসঘাতকের’ তৈরি, যিনি হিন্দুদের শেষ করে দিতে চেয়েছিলেন। তাজমহল সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করেন বিজেপি নেতা বিনয় কাটিয়ারও।

আরও পড়ুন: টিপুর গুণ গেয়ে বিজেপির নিশানায় কোবিন্দ

তাজ বিতর্ক কুৎসিত পর্যায়ে পৌঁছচ্ছে দেখে টনক নড়ে যোগী সরকারের। প্রথমে তাজের মর্যাদার স্বপক্ষে মুখ খোলেন যোগী সরকারের পর্যটন মন্ত্রী রীতা বহুগুণা জোশী। তার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও আসরে নামেন। তিনি বলেন, ‘‘তাজমহল ভারতীয়দের রক্ত ও ঘাম দিয়ে তৈরি হয়েছিল।’’ উত্তরপ্রদেশ সরকারের তরফে তখনই জানানো হয়েছিল, তাজমহল নিয়ে বিতর্ক নিষ্প্রয়োজন। যোগী নিজেই তাজ সফরে যাবেন। কথা মতো বৃহস্পতিবার সেই সফর সারলেন যোগী। চলতি বছরের মে মাসেও মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আগরা সফরে গিয়েছিলেন। কিন্তু তখন তিনি তাজে যাননি। এ বার গেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন