তুমি আমারও রোল মডেল, জাইরার সমর্থনে টুইট করলেন আমির

পর্দার মেয়ের হয়ে মুখ খুললেন বাবা। টুইটারে লিখলেন, ‘‘তুমি আমারও রোল মডেল।’’

Advertisement

সাবির ইবন ইউসুফ

শ্রীনগর শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০৩:৩৫
Share:

পর্দার মেয়ের হয়ে মুখ খুললেন বাবা। টুইটারে লিখলেন, ‘‘তুমি আমারও রোল মডেল।’’

Advertisement

‘দঙ্গল’-এ কাশ্মীরি ষোড়শী জাইরা ওয়াসিমের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি জাইরার বিবৃতিটা পড়েছি। কোন পরিস্থিতিতে ও এ রকম লিখেছে সেটা বেশ বুঝতে পারছি, অনুভবও করছি। জাইরা, শুধু এইটুকুই বলতে চাই, আমরা সকলে তোমার পাশে আছি। তোমার মতো সাহসী মেয়ে শুধু দেশের নয়, গোটা বিশ্বের যুবসমাজের রোল মডেল। তুমি আমারও রোল মডেল।’’ মোদী সরকারের আমলে দেশ জুড়ে অসহিষ্ণুতার আবহ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু আজ সেই প্রসঙ্গ টেনে রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন, ‘‘অতি-লিবারেলরা এখন কোথায়? এখন তাঁরা চুপ কেন? জাইরার সঙ্গে যা হল, সেটা কি অসহিষ্ণুতা নয়?’’

সম্প্রতি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয় জাইরাকে। কাল ফেসবুকে জাইরা লেখে, কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে সে ক্ষমাপ্রার্থী। কাশ্মীরি যুবসমাজের রোল মডেল হিসেবে যে তাকে তুলে ধরা হচ্ছে, সে তার যোগ্য নয়।

Advertisement

আমিরের পাশাপাশি আজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরও কিছু তারকা। অনুপম খের টুইট করেন, ‘‘প্রিয় @জাইরাওয়াসিম! তোমার খোলা চিঠিটা দুঃখের, কিন্তু সাহসে ভরা। যে সব লোক তোমাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে তারা কতটা কাপুরুষ, এর ফলে সেটা প্রকাশ্যে চলে এসেছে। তুমি আমার রোল মডেল।’’ জাইরার পাশে দাঁড়িয়েছেন জাভেদ আখতার, শ্রদ্ধা কপূর, স্বরা ভাস্কর, সোনু নিগমও।

সোশ্যাল মিডিয়াও কাল থেকেই উপচে পড়ছে সহমর্মিতার বার্তায়। হ্যাশ ট্যাগ দিয়ে কাশ্মীরের বহু মানুষই লিখছেন, ‘আই স্ট্যান্ড উইথ জাইরা ওয়াসিম’। আইএএস টপার শাহ ফয়জল খানিক ব্যঙ্গের সুরেই লিখেছেন, ‘‘কারও সন্তান সাফল্য পেলে সে কথা ভুলেও অন্য কাউকে বলবেন না। নিজের সাফল্যের জন্য পরে হয়তো আপনার সন্তানকেই কারও কাছে ক্ষমা চাইতে হবে।’’

গোটা বিষয়টিতে তাঁদের দিকে আঙুল উঠছে, বুঝতে পেরে মুখ খুলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতাদের একাংশও। হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুকের মুখপাত্র শাহিদ উল ইসলাম যেমন আনন্দবাজারকে ফোনে বলেন, তাঁরা হুমকির রাজনীতিতে বিশ্বাসী নন। তাঁর দাবি, ‘‘জাতীয় সংবাদমাধ্যম সব সময়ই বিচ্ছিন্নতাবাদীদের দিকে আঙুল তোলে।’’ একই সুর মেহবুবা মুফতিরও। এ বিষয়ে বিধানসভায় প্রশ্ন করা হলে মুফতি সাংবাদিকদের বলেন, ‘‘আপনারাই ওর জন্য আরও বড় ঝামেলা তৈরি করতে চাইছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন