UP Governor

৫০ টুকরো হয়ে ফিরবে! লিভ ইন সম্পর্ক থেকে মহিলাদের দূরে থাকার পরামর্শ, বিতর্কে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন

বুধবার বারাণসীতে একটি স্কুলে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়ে তিনি লিভ ইন সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৬:১০
Share:

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ফাইল চিত্র।

লিভ ইন সম্পর্ক থেকে দূরে থাকতে মহিলাদের পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। একইসঙ্গে এ বিষয়ে মহিলাদের সতর্কও করলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

বুধবার বারাণসীতে একটি স্কুলে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়ে তিনি লিভ ইন সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছেন। আর তার পর থেকেই তাঁর সেই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন সম্পর্কিত বিষয়ে বলতে গিয়ে লিভ ইন সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন। ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা উচিত।’’ এর পরই লিভ ইন সম্পর্কের প্রসঙ্গ তুলে মন্তব্য করেন, ‘‘মহিলাদের লিভ ইন সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। এই ধরনের সম্পর্ক অনেক ক্ষতি করে দিতে পারে।’’ তাই নিজের জীবন সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তা ভাল ভাবে বিবেচনা করা প্রয়োজন বলেই মনে করেন তিনি।

ছাত্রী এবং মহিলাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কয়েকটি উদাহরণও তুলে ধরেন রাজ্যপাল আনন্দীবেন। তাঁর কথায়, ‘‘আমাদের কন্যাদের উদ্দেশে একটি বার্তাই দেব, লিভ ইন সম্পর্কে যেও না। নিজের জীবন সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নিতে শেখো। তোমরা দেখেছ চারপাশে কী ঘটছে। ৫০ টুকরো মিলেছে। গত ১০ দিন ধরে এমন অনেক মেসেজ পাচ্ছি। যখনই এই ধরনের ঘটনা শুনি, আমার কষ্ট হয়। কেন আমাদের কন্যারা এই সম্পর্ককে মেনে নিচ্ছে।’’ পকসো আইনের উল্লেখ করে রাজ্যপাল আরও জানান, তিনি এমন বেশ কয়েক জন মেয়ের সঙ্গে দেখা করেছেন, যাদের জীবনকাহিনি শুনলে শিউরে উঠতে হবে।

Advertisement

মঙ্গলবারই একটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তিনি লিভ ইন সম্পর্ক নিয়ে বলেছিলেন। তীব্র নিন্দা করে তিনি বলেন, এই সম্পর্কের প্রবণতা দিন দিন বাড়ছে। তার পরই রাজ্যপালের মন্তব্য, ‘‘যদি লিভ ইন সম্পর্কের ফল দেখতে চান, তা হলে কোনও একটি অনাথাশ্রমে ঘুরে আসুন। দেখবেন, ১৫ থেকে ২০ বছর বয়সি মেয়েদের কোলে একটি করে সন্তান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement