জঙ্গি সেজে তোলাবাজি, ধৃত যুবক

জঙ্গি সংগঠনের সদস্য সেজে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফকর আলি। বাড়ি করিমগঞ্জের মনসাঙ্গন এলাকায়। সে বি কমের ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০২:৪৯
Share:

জঙ্গি সংগঠনের সদস্য সেজে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফকর আলি। বাড়ি করিমগঞ্জের মনসাঙ্গন এলাকায়। সে বি কমের ছাত্র।

Advertisement

পুলিশ জানায়, কয়েক দিন ধরে ওই গ্রামের শিক্ষক ফকরউদ্দিনের কাছে টাকা চাইছিল একটি জঙ্গি সংগঠনের সদস্যরা। ওই মোবাইল ফোনের ‘লোকেশন’ ছিল বেঙ্গালুরু। শিক্ষককে পাঠানো জঙ্গিদের চিঠির পরীক্ষা করে দেখা হয়। সেটি রোম্যান হরফে হিন্দিতে লেখা ছিল। চিঠিটিতে ডাক বিভাগের কোনও সিলমোহর ছিল না। তদন্তকারীরা বুঝতে পারেন, এলাকারই কেউ জঙ্গি সংগঠনের সদস্য সেজে টাকা দাবি করছে বলে। ছক কষে গত কাল টাকা দেওয়ার দিন ঠিক হয়। রাত ৩টে নাগাদ ফকরউদ্দিন মোটরসাইকেলে জঙ্গিদের বলে দেওয়া জায়গায় টাকা দিতে যান। তার সঙ্গে ছদ্মবেশে ছিলেন কালীগঞ্জ ও মনসাঙ্গন পুলিশ ফাঁড়ির ইন-চার্জ। ওই শিক্ষক তাঁর ব্যাগটি রাস্তার পাশে একটি জায়গায় রেখে চলে যান। কিছুটা দূরে লুকিয়ে ছিলেন দুই পুলিশ অফিসার। কিছু ক্ষণ পর এক যুবক ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে ধরে ফেলে। ধৃত স্বীকার করে, পোস্টম্যানকে টাকা দিয়ে ওই চিঠি পাঠিয়েছিল। তাদের গ্রামের এক জন বেঙ্গালুরুতে রয়েছে। সে-ই ফোনে টাকা দাবি করত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement