বাহিনীতে যোগ দিতে দীর্ঘ লাইন

দিন কয়েক আগেও নিরাপত্তা বাহিনীর দিকে তাক করে পাথর ছুড়তে দেখা যেত তাদের। বুধবার তাদেরই অনেককে দেখা গেল সেনা বাহিনীতে নাম লেখানোর অপেক্ষায় লাইনে দাঁড়াতে।

Advertisement
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

দিন কয়েক আগেও নিরাপত্তা বাহিনীর দিকে তাক করে পাথর ছুড়তে দেখা যেত তাদের। বুধবার তাদেরই অনেককে দেখা গেল সেনা বাহিনীতে নাম লেখানোর অপেক্ষায় লাইনে দাঁড়াতে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে চাকরির পরীক্ষার আয়োজন করে ভারতীয় সেনার ‘জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি’ বিভাগ। সেনা সূত্রে খবর, প্রথম দিন অন্তত ১১ হাজার যুবক আবেদন করেছেন। যাঁদের মধ্যে তিনশো জন এমন রয়েছেন, যাঁরা কিছু দিন আগেও সেনা-পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে যোগ দিচ্ছিলেন। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত কাশ্মীর। এক সেনা কর্তার কথায়, ‘‘বিচ্ছিন্নতাবাদ ছেড়ে ওরা যে মূলস্রোতে ফিরতে চাইছে, এটাই বড় বিষয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement