অপহরণের পাঁচ দিন পরে উদ্ধার হল ছাত্রের অর্ধগলিত দেহ। মেঘালয়ের নংপোর ঘটনা। পুলিশ জানিয়েছে, ২০ অক্টোবর রাতে নগাঁও সি ভি রমন জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রেজাউল পরভেজকে ৫ ব্যক্তি একটি গাড়িতে উঠিয়ে নিয়ে পালায়। পরে রেজাউলের বাড়িতে ফোন করে ১ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। রেজাউলের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তদন্ত চালিয়ে গত কাল পুলিশ ইকবাল হুসেন ও চাঁদ মিঞা নামে দুই অপহরণকারীকে ডবকা এলাকা থেকে গ্রেফতার করে। তাদের জেরা করে জানা যায়, রেজাউলকে অপহরণের পরে মেঘালয়ের রি ভয় জেলার নংপোয় নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর মিলেছে, ধৃতদের নিয়ে পুলিশ গত কাল বিকালেই নংপো এলাকায় অভিযান চালায়। সেখানে একটি জঙ্গল থেকে পুঁতে রাখা রেজাউলের দেহ উদ্ধার করা হয়েছে। অন্য তিন অপহরণকারীর সন্ধান চলছে।