শোণিতপুরে শিশুবলির ঘটনার রেশ না কাটতেই, বাক্সা জেলার মুসলপুর-ধনসিরিপুর গ্রামে তন্ত্রসাধনার বলি হল মাত্র ২ মাসের একটি শিশু। তার অপরাধ, জন্মের সময় তাঁর মুখের সামনে দু’টি দাঁত ছিল। এই সন্তান বেঁচে থাকলে সংসারের অমঙ্গল হবে ও পরিবারের সকলে ছ’মাসের মধ্যে মারা যাবে বলে নিদান হাঁকে উদালগুড়ির রৌতার বাসিন্দা, এক তন্ত্রসাধক ওঝা। মুসলপুরের ওসি এম কে চুমুয়া জানান, সেই ভয়ে আশিস নিজার নামে ওই শিশুটির বাবা দীপক নিজার ও মা, মনা নিজার ৩১ মে বিষ খাইয়ে শিশুটিকে হত্যা করে পুঁতে ফেলেন। সদ্যোজাতকে দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা খোঁজখবর করতে শুরু করেন। তাঁরাই পুলিশে খবর দেন। আজ বিকেলে বাক্সা জেলার মুসলপুর থানার পুলিশ এসে মাটি খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করে। জেরায় নিজের শিশুকে হত্যার কথা স্বীকার করেন বাবা-মা। পুলিশ রাতে বাবা-মা ও দুই কাকাকে গ্রেফতার করেছে। ওই তান্ত্রিকের সন্ধানে অভিযান চলছে।