বিধানসভা ভোটের মুখে স্বাস্থ্য ও চিকিৎসা শাখা নামে নতুন বিভাগ গড়ল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শিশু চিকিৎসক এম মাসুমকে সভাপতি ও চক্ষুরোগ বিশেষজ্ঞ সুদীপ চন্দকে কমিটির উপ-সভাপতি নিযুক্ত করা হয়েছে। সম্পাদক ও সহকারী সম্পাদক যথাক্রমে পিনাককান্তি চক্রবর্তী ও পার্থসারথি রায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নেতা-কর্মীরা অসুস্থ হয়ে পড়লে নিঃশুল্ক চিকিৎসার ব্যবস্থা করতে এই কমিটি গঠন করা হয়নি। নতুন কমিটির সম্পাদক পিনাকবাবু জানান, তরুণ গগৈয়ের সরকার স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অনেক প্রকল্প চালিয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে সে সব প্রকল্পের সুবিধা সমাজের নীচুতলায় গিয়ে পৌঁছয়নি। ফলে সরকারের প্রত্যাশা মতো সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। নতুন কমিটি ওই সব প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখবে। সরকারি প্রকল্পের সুবিধা কী করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা করবে। এ দিকে, বিধানসভায় গত কাল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নজরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি এক হাজার লোকের জন্য ১ জন চিকিৎসক ও ২ জন নার্সের ব্যবস্থা করতে বলেছে। অসমে রয়েছে মাত্র এক-চতুর্থাংশ। অর্থাৎ এখানে চার হাজারের জন্য ১ জন চিকিতসক ও ২ জন নার্স মেলে। এর কারণ হিসেবে মন্ত্রী জানান, উপযুক্ত লোকের অভাব।