আড়িপাতার কমিশন নিয়ে পিছপা কংগ্রেস

দুই শরিক আপত্তি তোলায় ফোনে আড়িপাতা কাণ্ডে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনে বিরত থাকারই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের বিদায়ী সরকার। কংগ্রেসের তরফে আজও বলা হয়েছে, সরকার এ বিষয়ে পদক্ষেপ করবে। তবে দলের খবর, বিষয়টি পরের সরকারের উপরেই ছাড়া হবে। কারণ, শরদ পওয়ার ও ফারুক আবদুল্লার মতো শরিক নেতাদের আপত্তি খারিজ অসম্ভব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০২:৫৯
Share:

দুই শরিক আপত্তি তোলায় ফোনে আড়িপাতা কাণ্ডে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনে বিরত থাকারই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের বিদায়ী সরকার। কংগ্রেসের তরফে আজও বলা হয়েছে, সরকার এ বিষয়ে পদক্ষেপ করবে। তবে দলের খবর, বিষয়টি পরের সরকারের উপরেই ছাড়া হবে। কারণ, শরদ পওয়ার ও ফারুক আবদুল্লার মতো শরিক নেতাদের আপত্তি খারিজ অসম্ভব।

Advertisement

এক মহিলার ফোনে আড়িপাতা নিয়ে মোদী ও তাঁর ঘনিষ্ঠ নেতা অমিত শাহের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল গত ডিসেম্বরে। কিন্তু কোনও প্রাক্তন বিচারপতি কমিশনের নেতৃত্ব দিতে আগ্রহ দেখাননি। মেয়াদ শেষের মুখে সরকার ফের কমিশন গড়তে সক্রিয় হয়। আর তা নিয়ে কাল আপত্তি করেন ইউপিএ-র দুই শরিক নেতা। প্রধানমন্ত্রীকে ফোন করে এনসিপি নেতা তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পওয়ার জানান, সরকারের মেয়াদ শেষ হওয়ার মুখে কমিশন গড়াটা ভুল হবে। একই মত জানান, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তার পরেই আজ বিষয়টি স্থগিতের ইঙ্গিত দেয় কংগ্রেস।

রাজনীতিকদের অনেকের মতে, মোদীর বিরুদ্ধে হইচই ফেলে দেওয়া কংগ্রেসের লক্ষ্য ছিল। কমিশন গঠন নিয়ে তারা কখনওই ‘সিরিয়াস’ ছিল না। রণকৌশল ব্যাখ্যায় কংগ্রেসের এক শীর্ষ সারির নেতা বলেন, “এই সরকার চলে যাওয়ার পরেও মন্ত্রিসভার সিদ্ধান্তটা থেকে যাবে। পরের সরকার যদি ওই সিদ্ধান্ত খারিজ করতে চায়, তারও অনুমোদন লাগবে মন্ত্রিসভায়। নতুন সরকার কমিশন গঠন না করলে সেই বিষয়টি খুঁচিয়ে তোলারও সুযোগ রয়ে যাচ্ছে।” কংগ্রেসের ওই নেতা এ-ও মনে করিয়ে দেন, চাইলে কেউ এ নিয়ে আদালতেও যেতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement