উদ্দাম নাচছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। পরনে জেল-অধিকর্তার পোশাক। এমনই একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এতেই তৈরি হয়েছে বিতর্ক। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড সেরে জেলে ফিরে এসে নাচতে শুরু করেন শঙ্করন। ভিডিওটিতে দেখা গিয়েছে, তাঁকে উৎসাহ দিচ্ছেন বাকি জেলকর্মীরা। তামিলনাড়ুর সালেমের সেন্ট্রাল জেলে এমন ঘটনা ঘটার পর সাসপেন্ড করা হয়েছে জেলার শঙ্করনকে।