World Record In Cricket

এক ওভারে ৫ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ২৮ বছরের পেসারের

এক ওভারে ৫ উইকেটে নিয়েছেন ২৮ বছর বয়সি এক পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি কোনও বোলারের নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২
Share:

ক্রিকেটে বিশ্বরেকর্ড। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড করেছেন ইন্দোনেশিয়ার পেসার জেড প্রিয়ানদানা। এক ওভারে ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি কোনও বোলারের নেই।

Advertisement

বালিতে কম্বোডিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই ৫ উইকেট নেন তিনি। তাঁর দাপটে অল আউট হয়ে যায় কম্বোডিয়া। ৬০ রানে ম্যাচ জেতে ইন্দোনেশিয়া। মঙ্গলবার, বালির মাঠে ১৬৮ রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল কম্বোডিয়া। জিততে ৩০ বলে ৬২ রান করতে হত তাদের। টি-টোয়েন্টিতে পাঁচ ওভারে ৬২ রান অসম্ভব নয়। অর্থাৎ, তখনও জেতার সুযোগ ছিল কম্বোডিয়ার।

১৬তম ওভারে বল করতে আসেন ২৮ বছর বয়সি প্রিয়ানদানা। পর পর তিন বলে শাহ আব্রার হুসেন, নির্মলজিৎ সিংহ ও চানথোইয়ান রথনককে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পরে বলটি ডট হয়। পরের বলটি ওয়াইড করেন প্রিয়ানদানা। শেষ দুই বলে মংদারা সোক ও পেন ভেন্নাককে আউট করে কম্বোডিয়ার ইনিংস শেষ করে দেন তিনি। ৬০ রানে হারে কম্বোডিয়া।

Advertisement

পেস বল করার পাশাপাশি ইন্দোনেশিয়ার ওপেনিং ব্যাটারের ভূমিকাতেও নামেন প্রিয়ানদানা। সেই ম্যাচে অবশ্য ১১ বলে ৬ রান করেন তিনি। তবে বল হাতে পুষিয়ে দেন প্রিয়ানদানা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ওই এক ওভারই বল করেন তিনি। তাঁর পরিসংখ্যান এক ওভারে ১ রান দিয়ে ৫ উইকেট।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন দুই বোলার। তবে দু’জনেই তা করেছেন ঘরোয়া ক্রিকেটে। ২০১৩-১৪ ভিক্টোরি ডে টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৯-২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্নাটকের অভিমন্যু মিঠুনও এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ১৪ বার কোনও বোলার এক ওভারে ৪ উইকেট নিলেও ৫ উইকেট নেওয়ার ঘটনা প্রথম বার ঘটল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement