খেলতে গিয়ে কুয়োয় পড়ে গেল সাত বছরের একটি মেয়ে। কুয়োটি প্রায় ৫০ ফুট গভীর। শনিবার সকালে এই ঘটনা হয় জয়পুরের অজিতগড় এলাকায়। বাবার ক্ষেতেই খেলা করছিল সে। পাশের ক্ষেতে খোলা কুয়ো দেখতে গিয়ে এই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, জওয়ানদের সাহায্যে উদ্ধার কাজ পুরোদমে চলছে।