ICC U19 World Cup 2026

মুস্তাফিজুর বিতর্কের পর শনিবার প্রথম মুখোমুখি ভারত-বাংলাদেশ, ছোটদের বিশ্বকাপে চাপে বৈভবেরাই

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপের ম্যাচে আয়ুষ মাত্রের দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। মুস্তাফিজুর রহমানকাণ্ডের পর প্রথম বার ২২ গজে লড়াই দু’দলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:৫৯
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট খোলেনি এখনও। ক্রিকেটারদের নিরাপত্তাকে ইস্যু করে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে নারাজ বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যেই শনিবার ২২ গজে মুখোমুখি হচ্ছে দু’দেশ। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপের ম্যাচে আয়ুষ মাত্রের দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। মুস্তাফিজুর রহমানকাণ্ডের পর এই প্রথম ২২ গজে মুখোমুখি হবে দু’দল।

Advertisement

প্রথম ম্যাচে আমেরিকাকে হারিয়েছে ভারতের ছোটরা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে অবশ্য মাত্রের দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। রান পায়নি ১৪ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। ব্যর্থ হন মাত্রে-সহ বেদান্ত ক্রিবেদী, বিহান মালহোত্রার মতো ব্যাটার। আমেরিকার বিরুদ্ধে ১০৮ রান তাড়া করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন অভিজ্ঞান কুন্ডু।

শুরুটা ভাল না হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক ভারতীয় শিবির। ছোটদের বিশ্বকাপে গত বারের ফাইনালিস্টেরা হালকা ভাবে নিচ্ছেন না ২০২০ সালের চ্যাম্পিয়নদের। ক্রিকেটে বাংলাদেশের এক মাত্র ট্রফি জয় অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরেই। ছোটদের ক্রিকেটে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। ফারিদ হাসান, জ়াওয়াদ আবরার, কামাল সিদ্দিকি, শেখ পারভেজ় জীবনের মতো প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে দলে। তা ছাড়া, বিশ্বকাপে বাংলাদেশ শনিবার প্রথম খেলবে। তরতাজা হয়ে নামবে তামিমের দল। ছোটদের বিশ্বকাপের সফলতম দলের বিরুদ্ধে তাদের লড়াই সহজ না-ও হতে পারে।

Advertisement

২২ গজের ক্রিকেটীয় লড়াই ছাড়াও ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে আরও একটি কারণে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএল থেকে মুস্তাফিজুরকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেট সম্পর্কে শিথিলতা এসেছে। পরিস্থিতির প্রভাব মাঠে পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারত-পাকিস্তান সম্পর্কের আঁচ গত এশিয়া কাপ থেকে পড়েছে মাঠেও। ভারতীয় ক্রিকেটারেরা পাক খেলোয়াড়দের এড়িয়ে চলছেন। তেমন কিছু আশা করা না হলেও সাম্প্রতিক পরিস্থিতি ম্যাচের উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের আচরণের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement