খাদে বাস উল্টে মৃত্যু হল ১১ জনের। শুক্রবার জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে রামনগর তহসিলের বসন্তগড়ে যাচ্ছিল বাসটি। কিয়া এলাকার কাছে উল্টে গিয়ে হঠাৎই খাদে পড়ে যায় তা। পুলিশ জানিয়েছে, মৃত ১১ জনের মধ্যে একটি শিশু ও এক মহিলাও রয়েছেন।