প্রকাশ্য দিবালোকে ছুরি মেরে দুই বোনকে খুনের অভিযোগ উঠল বছর কুড়ির এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় হায়দরাবাদের গায়ত্রীনগর এলাকায় শ্রীলেখা নামে বছর কুড়ির এক কলেজ ছাত্রীকে ছুরি দিয়ে কোপাতে থাকে। তাঁর দিদি বাইশ বছরের যামিনী শ্রীলেখাকে বাঁচাতে এলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে অমিত নামের ওই যুবক। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁদের। অভিযুক্ত পলাতক। খুনের কারণ এখনও বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।