পোষা বিড়ালদের জন্যে জন্যেই বড় বিপদ থেকে বাঁচলেন বোকাখাতের বরাগাঁও গ্রামের বাসিন্দা তুলেশ্বর গগৈ। গত রাতে গদি তুলে দেখতেই আঁতকে ওঠেন সকলে। সেখানে দিব্যি শুয়ে বিরাট অজগর সাপ। বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে কাজিরাঙা প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে।