দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েও অরবিন্দ কেজরীবাল নেবেন না ভি ভি আই পি নিরাপত্তা। নিজেকে জনতার মুখ্যমন্ত্রী বলে দাবি করেন তিনি। তাই এ বারও সেই নীল ওয়াগনারে রাস্তার লালবাতিতে অপেক্ষা করতে দেখা যেতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
মঙ্গলবার বিকেলেই নির্বাচিত, ভাবী মুখ্যমন্ত্রীর জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিল্লির উপকন্ঠে গাজিয়াবাদের কৌশাম্বি এলাকায় তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশের বিরাট বাহিনী। শনিবার রামলীলা ময়দানে শপথ নেওয়ার আগে আজই কেজরীবাল প্রত্যাখ্যান করেন তাঁর জন্য নির্ধারিত জেড ক্যাটাগরির নিরাপত্তা। তাঁর দলের নেতা আশুতোষ জানান, “কেজরীবাল নিজেকে জনতার মুখ্যমন্ত্রী মনে করেন। জনতার থেকে তিনি বিচ্ছিন্ন হবেন কী ভাবে?” তবে জেড ক্যাটাগরি নিরাপত্তা না নিতে হলে, শপথ নেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে জানাতে হবে মুখ্যমন্ত্রীকে। আপ নেতা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকজন পুলিশ কর্মী মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। গত ফেব্রুয়ারিতে তিনি যখন প্রথম বারের জন্য মুখ্যমন্ত্রী, সেই ৪৯ দিনেও বেশ কিছু ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয় দিল্লি। বিশাল বাংলো, লালবাতি লাগানো গাড়ি, আশপাশের সাধারণ মানুষজনকে সরিয়ে দিতে নিরাপত্তা কর্মীদের প্রবল তৎপরতা যখন ভি আই পি সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছে, তখন এ সব নিয়ে কেজরীবাল ছিলেন একেবারে উদাসীন। সে বার রামলীলা ময়দানে শপথের পরের দিনগুলিতেও নীল রঙের ছোট সাধারণ গাড়িতে মন্ত্রিসভার সদস্যদের পাশে বসিয়ে রাস্তায় ঘুরতে দেখা যেত তাঁকে। আপ সূত্রের খবর, এ বারও লালবাতি লাগানো গাড়ি চড়বেন না ‘মাফলার ম্যান।’ চাইছেন না তাঁর গাড়িকে ঘিরে নিরাপত্তার কোনও রকম বাড়াবাড়ি।