মাছ ধরার দু’টি পৃথক ঘটনায় তিন শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গোঁসাইগাঁওয়ের গরজান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বাবুলি বসুমাতারি, তৃতীয় শ্রেণির ছাত্রী জিলিনা ব্রহ্ম ও পঞ্চম শ্রেণির ছাত্রী ডলি ব্রহ্ম গত কাল বিকেলে হাংসাবিলে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় তারা জলে পড়ে যায়। গ্রামবাসীরা সন্ধ্যায় তিন কন্যার দেহ জল থেকে উদ্ধার করে। অন্য দিকে, বিশ্বনাথ জেলার ধলপুরের খনা পিছলা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যায় মিন্টু পেগু ও শরত পেগু নামে দুই যুবক।