SIR in West Bengal

এসআইআর: ফর্ম-৭ কত বার জমা দেওয়া যাবে? স্পষ্ট করল নির্বাচন কমিশন

মৃত বা স্থানান্তরিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ পূরণ করা হয়। কমিশন জানিয়েছে, যদি একই ব্যক্তি পাঁচ জনের বেশি নাম বাদ দেওয়ার আবেদন করেন, তবে ইআরও নিজে সেগুলি যাচাই করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে ফর্ম-৭ জমা দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্ক এবং এই ফর্ম-৭ নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরকে চিঠি পাঠিয়ে কমিশন জানাল, এক জন ভোটার ইচ্ছা মতো যত বার খুশি অন্য যে কোনও ভোটারের ফর্ম-৭ জমা দিতে পারেন। আইন অনুযায়ী কোনও নির্দিষ্ট সীমা নেই। বিশেষ নিবিড় সংশোধনের সময়েও ওই নিয়ম প্রযোজ্য। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement

মৃত বা স্থানান্তরিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ পূরণ করা হয়। কমিশন জানিয়েছে, যদি একই ব্যক্তি পাঁচ জনের বেশি নাম বাদ দেওয়ার আবেদন করেন, তবে ইআরও নিজে সেগুলি যাচাই করবেন। রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিজে সেই এলাকার ভোটার হলে, ভোটার হিসেবে ফর্ম-৭ জমা দিতে পারবেন। এ ক্ষেত্রেও কোনও সংখ্যার সীমা নেই। কিন্তু বিএলএ হিসাবে তিনি দিনে অন্য ভোটারদের সর্বোচ্চ ১০টি ফর্ম-৭ জমা দিতে পারবেন। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে।

এই ফর্ম-৭ নিয়ে কমিশনের দিকে আঙুল তুলেছে তৃণমূল। সমাজমাধ্যমে তাদের কটাক্ষ, পশ্চিমবঙ্গে বিজেপির ভোটার নির্মূল করার লক্ষ্য পূরণ করতেই কমিশন নীতি শিথিল করেছে। ১৩ জানুয়ারি প্রায় ৩ হাজার ফর্ম-৭ বোঝাই ওই গাড়িটিকে আটক করে রেখেছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। তার পরেই শুক্রবার এই সংক্রান্ত নীতি বদল করল কমিশন। জানাল, এক জন ভোটার ইচ্ছা মতো যত বার খুশি ফর্ম-৭ জমা দিতে পারেন। এর কোনও সীমা নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement