ডিমাপুর নিয়ে গগৈকে তোপ

ডিমাপুরে ধর্ষণে অভিযুক্তকে জেল ভেঙে খুনের চক্রান্তের খবর আগেই পেয়েছিলেন তরুণ গগৈ কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদের এমন মন্তব্য ঘিরে উত্তাল হল অসম বিধানসভা। শাসক দলের ওই বিধায়কের দাবি, সব জেনেও গগৈ কোনও ব্যবস্থা নেননি। করিমগঞ্জে শরিফুদ্দিনের শেষকৃত্যের সময় ওই মন্তব্য করেছিলেন সিদ্দেক। আজ বিধানসভায় এ নিয়ে গগৈয়ের দিকে তোপ দাগে বিরোধী শিবির। রাজ্য সরকারের তরফে সিদ্দেকের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গত কাল সিদ্দেক বলেছিলেন, “জেল ভেঙে শরিফুদ্দিনকে বের করে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রের কথা বার বার মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি সময়মতো ব্যবস্থা নিলে এই ঘটনা এড়ানো যেত।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৫ ০৩:৪২
Share:

ডিমাপুরে ধর্ষণে অভিযুক্তকে জেল ভেঙে খুনের চক্রান্তের খবর আগেই পেয়েছিলেন তরুণ গগৈ কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদের এমন মন্তব্য ঘিরে উত্তাল হল অসম বিধানসভা।

Advertisement

শাসক দলের ওই বিধায়কের দাবি, সব জেনেও গগৈ কোনও ব্যবস্থা নেননি। করিমগঞ্জে শরিফুদ্দিনের শেষকৃত্যের সময় ওই মন্তব্য করেছিলেন সিদ্দেক। আজ বিধানসভায় এ নিয়ে গগৈয়ের দিকে তোপ দাগে বিরোধী শিবির। রাজ্য সরকারের তরফে সিদ্দেকের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গত কাল সিদ্দেক বলেছিলেন, “জেল ভেঙে শরিফুদ্দিনকে বের করে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রের কথা বার বার মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি সময়মতো ব্যবস্থা নিলে এই ঘটনা এড়ানো যেত।”

সিদ্দেকের বক্তব্য নিয়ে এ দিন বিধানসভায় সরব হন বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, সিদ্দেকের কথা সত্যি হলে, মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি? গগৈ তখন বিধানসভায় ছিলেন না। স্বরাষ্ট্র দফতরের তরফে মন্ত্রী রকিবুল হুসেন জানান, ওই বিধায়কের কথা অসত্য ও রাজনৈতিক অভিসন্ধিমূলক। স্পিকার প্রণব গগৈ বলেন, “এ নিয়ে কেন্দ্র তদন্ত করুক। বিধায়ক সত্যি বলে থাকলে তিনি কী ভাবে আগে জেল ভাঙার বিষয়টি জানলেন? মিথ্যা বললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

সিদ্দেক অবশ্য তাঁর বক্তব্যে অনড়। এ দিন তিনি আনন্দবাজারকে ফোনে বলেন, “ঘটনার আগের দিন ডিমাপুরে সংখ্যালঘুদের বিরুদ্ধে রোষ জমছিল। তৈরি হচ্ছিল জনমত। তখনই মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে জানাই।” সিদ্দেকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি মেনেছেন গগৈ। তবে তিনি জানান, জেল ভাঙা হবে এমন কোনও তথ্য সিদ্দেক তাঁকে দেননি। কংগ্রেস শিবিরের বক্তব্য, গগৈ-বিরোধী শিবিরের বিধায়ক সিদ্দেক অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রীকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে হাত মিলিয়ে গগৈকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে গিয়ে তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন। এ দিকে, বিভিন্ন মহলের ধন্ধ কাটিয়ে নাগাল্যান্ডের এডিজি (আইন-শৃঙ্খলা) আখেতো সেমা এ দিন বলেন, “ওই তরুণীকে ধর্ষণের প্রমাণ মিলেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন