খোলা নর্দমায় পড়ে মারা গেল একটি শিশু। গুয়াহাটির নুনমাটির ঘটনা। পুলিশ জানায়, আজ সকালে নুনমাটির নিজরাপার এলাকায় মসজিদের কাছে এলিজা বেগম নামে একটি শিশু খেলছিল। শৌচাগারের খোলা নর্দমায় পড়ে যায় সে। দেড় ঘণ্টার চেষ্টায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী শিশুকন্যাটিকে উপরে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।