আগুনে পুড়ে আটদিনের এক শিশুর মৃত্যু হল। ডিমা হাসাও জেলার হাফলংয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত কাল রাত ৮টা নাগাদ হাফলং শহরের রামনগরে গোপাল দাসের বাড়িতে আগুন লাগে। তাঁর মেয়ের আটদিন আগে ছেলে হয়েছিল। তাই মেয়ে ও জামাই দীপক কর্মকার শ্বশুরবাড়িতেই ছিলেন। বাঁশ ও বেতের তৈরি বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাড়াহুড়োয় দীপকবাবু স্ত্রী-সহ অন্যদের নিয়ে বেরিয়ে এলেও সদ্যোজাত শিশু সায়নকে বের করতে পারেননি। পুলিশের ধারণা স্টোভ থেকেই আগুন লেগেছিল।