ডাইনি অপবাদে ফের এক মহিলাকে হত্যা করা হল। এ বার ঘটনাস্থল কোকরাঝাড় জেলা। পুলিশ জানায়, গোঁসাইগাঁও থানার মাজা-ডাবরি গ্রামের বাসিন্দা ফিলিপ হাঁসদা গত কাল বিকেলে বাড়ি ফিরে দেখেন স্ত্রী কেলমেনতি ও দুই শিশু সন্তান ছিল। বাড়ি ফিরে তিনি দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ফিলিপের অভিযোগ, ডাইনি অপবাদ দিয়েই তাঁর স্ত্রীকে গ্রামবাসীদের একাংশ হত্যা করেছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায় তদন্তের পরে প্রকৃত সত্য জানা যাবে।