ফের পুলিশি হেফাজতেই শর্মিলা

অনশনকে রাজনৈতিক আন্দোলনের তরজা দিয়ে যে বিচারক ইরম শর্মিলা চানুকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিলেন, তিনিই আজ চানুকে ফের ১৫ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন। মুক্তির দু’দিন পর গত কাল ফের আত্মহত্যার চেষ্টার অভিযোগে চানুকে গ্রেফতার করে পুলিশ। ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার মামলাও রুজু হয়। আজ চানুকে জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে বিচারক এ গুণেশ্বর সিংহ তাঁকে পনেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৪ ০২:১২
Share:

অনশনকে রাজনৈতিক আন্দোলনের তরজা দিয়ে যে বিচারক ইরম শর্মিলা চানুকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিলেন, তিনিই আজ চানুকে ফের ১৫ দিনের পুলিশি হেফাজতে পাঠালেন।

Advertisement

মুক্তির দু’দিন পর গত কাল ফের আত্মহত্যার চেষ্টার অভিযোগে চানুকে গ্রেফতার করে পুলিশ। ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার মামলাও রুজু হয়। আজ চানুকে জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে বিচারক এ গুণেশ্বর সিংহ তাঁকে পনেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যে বিচারক দু’দিন আগে চানুকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন, তাঁর আজকের এই নির্দেশকে বিচারব্যবস্থার প্রহসন বলে মন্তব্য করেছেন চানুর ভাই ইরম সিংহজিৎ। যদিও বিচারকের দাবি, এটি একটি নতুন মামলা। স্বভাবতই, আগের মামলার রায় এ ক্ষেত্রে বহাল নয়। এই মামলায় পুলিশকে নতুন করে চার্জশিট দিতে হবে, নতুন করে শুনানিও হবে। তার পরেই এই মামলার রায় দিতে পারবেন বিচারক।

আজ আবার জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চানুকে। নাকে নল লাগাতে আপত্তি করায় আপাতত তাঁকে স্যালাইন দেওয়া চলছে। এ দিকে, আজকের রায়ে ক্ষুব্ধ চানুর অনুগামীরা জানিয়েছেন, উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করবেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন