বেজিংকে চাপে ফেলতে দিল্লি পাশে চায় ভিয়েতনামকে

দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনীতিতে চিনের সঙ্গে স্নায়ুযুদ্ধে এক ধাপ এগোল ভারত। আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন তান দুংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন প্রতিরক্ষা থেকে সমুদ্র নিরাপত্তা সব ক্ষেত্রেই সহযোগিতার মাত্রা বাড়াবে নয়াদিল্লি এবং হ্যানয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ০৩:০২
Share:

ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন তান দুংয়ের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনীতিতে চিনের সঙ্গে স্নায়ুযুদ্ধে এক ধাপ এগোল ভারত। আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন তান দুংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন প্রতিরক্ষা থেকে সমুদ্র নিরাপত্তা সব ক্ষেত্রেই সহযোগিতার মাত্রা বাড়াবে নয়াদিল্লি এবং হ্যানয়।

Advertisement

ক্ষমতায় আসার পরই সুপরিকল্পিত ভাবে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য কোমর বেঁধেছেন মোদী। নতুন সরকারের চার মাসেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হ্যানয় সফর করেছেন। ওই সফরগুলিতে যে দ্বিপাক্ষিক ভিত তৈরি হয়েছে, আজ তাকেই এগিয়ে নিয়ে যেতে চেয়েছে নয়াদিল্লি। শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সই হয়েছে একাধিক চুক্তি। তাৎপর্যপূর্ণ ভাবে চিনের সঙ্গে বিরোধের জায়গাগুলি আজ রাখঢাক না করেই তুলে ধরেছেন মোদী।

মোদী বলেছেন, “সমুদ্র-নিরাপত্তার প্রশ্নে দু’দেশেরই স্বার্থ জড়িত। তার মধ্যে রয়েছে নৌ-চালনা এবং বাণিজ্য ক্ষেত্রে পর্যাপ্ত স্বাধীনতা পাওয়া। আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্র বিবাদ মেটানোর বিষয়েও যৌথ স্বার্থ জড়িত।”

Advertisement

স্বাভাবিক ভাবেই এই স্পর্শকাতর বিষয়গুলিতে ভিয়েতনামকে পাশে রেখে চিনকে চাপে ফেলতে চাইছে সাউথ ব্লক। ভিয়েতনাম-সংলগ্ন দক্ষিণ চিন সাগরে ভারত তেল উত্তোলনের প্রক্রিয়া শুরু করার পর তীব্র প্রতিক্রিয়া জানায় বেজিং। কাজ বন্ধ করে ফিরে আসতে হয় ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চিন সাগরে অবাধ চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি করছে বেজিং। সম্প্রতি রাষ্ট্রপতির সফরের সময় ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি বিদেশ-কে আরও দুটি তেল ও গ্যাস ব্লক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছিল হ্যানয়। এই বিষয়টি নিয়েও কথা হয়েছে।

প্রতিরক্ষা ক্ষেত্রেও হ্যানয়ের সঙ্গে মিলিত ভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক স্বার্থকে সুনিশ্চিত করতে দক্ষিণ চিন সাগরে নিরাপত্তা বজায় রাখার উদ্দেশে আলোচনা চালাবে বলে আজ দু’দেশের শীর্ষ নেতারা একমত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন